পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বিধাননগর ও দমদম স্টেশনে যাত্রী ভিড় নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিয়ালদার DRM রাজীব সাক্সেনা গতকাল (১৫-১০-২০২৫) কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, মূলত সুশৃঙ্খল প্ল্যাটফর্ম বণ্টনের উপর জোর দেওয়া হয়েছে। সেই অনুসারে শিয়ালদা থেকে আপ মেন লাইনে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট, লালগোলা অভিমুখে ট্রেন গুলি বিধাননগর রোড স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মে আসবে। বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি লোকাল এই স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে আসবে। সমস্ত মেল , এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন গুলি এই ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই পাস করবে। পাশাপাশি প্রতিটি দূরপাল্লার ট্রেনের দৈনিক ২ থেকে ৫ জন যাত্রী ওঠানামা করার কারণে চারজোড়া মেল এক্সপ্রেস ট্রেন 13185/13186 শিয়ালদা - জয়নগর - শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস, 13147/13148 শিয়ালদা - বামনহাট - শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13149/13150 শিয়ালদা - আলিপুরদুয়ার জংশন - শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এবং 13153/13154 শিয়ালদা - মালদা টাউন - শিয়ালদা গৌড় এক্সপ্রেস এর বিধান নগর রোড স্টেশনের স্টপেজ বাতিল করা হচ্ছে। মাঝেরহাট/ বালিগঞ্জ ষ্টেশন থেকে আসা ট্রেন গুলি মেন লাইনে উঠতে এই প্ল্যাট ফর্ম ব্যবহার করবে। DRM বলেন, এই স্টেশনটিকে " ভেন্ডর - ফ্রি জোন " হিসেবে ঘোষণা করা হবে এবং বিশেষত ২ নম্বর প্ল্যাটফর্ম কোনো বিক্রেতার বসা সহ্য করা হবে না বলে তিনি জানান। যাত্রীদের সঠিক দিক নির্দেশ দিতে প্ল্যাটফর্ম ঘোষণাগুলি যথেষ্ট আগেই প্রচার করা হবে। তিনি বলেন, দমদম জংশন একটি গুরুত্বপুর্ন ইন্টারচেঞ্জ পয়েন্ট, যেখানে মেন লাইন ও সার্কুলার লাইনের ট্র্যাফিক পৃথকীকরণের উপর ভিত্তি করে নতুন পরিকল্পনা গৃহীত হয়েছে। দমদমে ১ ও ২ মেন লাইন ট্র্যাফিকের জন্য। মেন লাইনে সমস্ত আপ লোকাল নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট , লালগোলা ১ নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে। এবং সংশ্লিষ্ট স্টেশন গুলি থেকে আসা শিয়ালদা অভিমুখে ডাউন লোকাল গুলি ২ নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে। ৩, ৪, ও ৫ নম্বর প্ল্যাটফর্ম সার্কুলার এবং কলকাতা টার্মিনাল লাইনের জন্য। ডানকুনি, বারাসাত, বনগাঁ, হাসনাবাদ গামী আপ ট্রেন গুলি তিন নম্বর প্ল্যাটফর্মে, মাঝেরহাট/ বালিগঞ্জ থেকে আসা ট্রেন গুলি মেন লাইনে ওঠার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট ওই সব স্টেশন থেকে শিয়ালদা / মাঝের হাট অভিমুখে, এবং কলকাতা টার্মিনাল থেকে আপ - ডাউন ট্রেনগুলি ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম - এ নেওয়া হবে বলে DRM জানিয়েছেন।