লাদাখ, ৮ অক্টোবর: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল লাদাখ (Ladakh)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। সকাল ৯টা ২২ নাগাদ ভূমিকম্প হয়। কার্গিল থেকে ৯৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থান। কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
গত কয়েক মাসে একাধিক বার ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীর, দিল্লি-সহ উত্তর ও উত্তরপূর্ব ভারতে৷ মঙ্গলবারও কেন্দ্রশাসিত এলাকা লাদাখের লেহ-এর কাছে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ৫.১। ভোর ৫.১৩ মিনিটে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। লেহ থেকে ১৭৪ কিমি পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থান। কম্পনের উত্সস্থান ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে।
Earthquake of Magnitude:4.2, Occurred on 08-10-2020, 09:22:06 IST, Lat: 35.36 & Long: 75.81, Depth: 10 Km ,Location: Ladakh
for more information https://t.co/Q11dNHguge@ndmaindia pic.twitter.com/oEg4McoY68
— National Centre for Seismology (@NCS_Earthquake) October 8, 2020
তার আগে ২৬ সেপ্টেম্বর লাদাখে ভূমিকম্প হয়। সেইদিন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। তার ১২ ঘন্টা আগেই কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে লাদাখ অঞ্চল।