Durga Puja 2025: দুর্গাপুজোর মহাষষ্ঠীতে এত ভিড় এর আগে কখনও দেখেনি কলকাতা। একে রবিবার, তার ওপর আবার আকাশ পরিষ্কার। এই সুযোগে জনজোয়ার থেকে জনসুনামিতে পরিণত হল শহর কলকাতার রাস্তা। সবার মুখে এক কথা, এত ভিড় আগে কখনও ষষ্ঠীর কলকাতার পুজোয় দেখা যায়নি। দেশপ্রিয় পার্ক থেকে ত্রিধারা সম্মিলনী, টালা প্রত্যয় থেকে লেকটাউনের শ্রীভূমি, ম্যাডাক্স স্কোয়ার, বেহালা বড়িষা, বেহালা ক্লাব থেকে দমদমপার্ক তরুণ সংঘ, হাজরা-বালিগঞ্জ ফাঁড়ি, যাদবপুর থেকে কসবা-খিদিরপুর, পার্ক সার্কাস, শ্যামবাজার, হাতিবাগান, কুমারটুলি, সল্টলেক কলেজ স্ট্রিট, সন্তোষ মিত্র স্কোয়ার। সব জায়গায় রেকর্ড ভিড় আছড়ে পড়ল। নিউ আলিপুর সুরুচি সংঘ, চেতলা অগ্রণী-তে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে। বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্কে জনসমুদ্রে হারিয়ে যাওয়ার জোাগড়। বালিগঞ্জ কালচারাল, মুদিয়ালির পুজো কভার করতে ভিড়ের চাপে আমাদের প্রতিনিধি খবর পাঠাতে সমস্যায় পড়লেন।
বেহালা থেকে বেলগাছিয়া, টালা থেকে টালিগঞ্জ-সর্বত্র জনসুনামি
কলকাতা পুলিশের এক অভিজ্ঞ কর্মী রাস্তায় কর্তব্যরত অবস্থায় দাঁড়িয়ে জানালেন, এত ভিড় আগেও কোনও ষষ্ঠীতে দেখেছে বলে মনে পড়ছে না। লাইন সামলাতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। পুজোর বেশিরভাগ হোর্ডিংই এবার ভরে গিয়েছে। এলইডি স্ক্রিনে ঝলমলে কলকাতাকে দারুণ দেখাচ্ছে। লম্বা লাইনে দাঁড়িয়েও একটু বিরক্ত দেখাচ্ছে না ঠাকুর দেখতে আসা মানুষদের। সবাই হাসিমুখে মেনে নিচ্ছে সবটা। এবার কলকাতার পুজোর ভিড়ে একটা বিশেষ প্য়াটার্ন দেখা যাচ্ছে। আগে শহরের হাতেগোণা ১০-১৫টা প্যান্ডেলেই বেশিরভাগ ভিড়টা নজরে আসত। কিন্তু এবার ভিড় সর্বত্র। সুরুচি সংঘের লম্বা লাইনটা কোতায় যেন চেতলা অগ্রণী সংঘে মিশে গিয়েছে। বেহালার ঠাকুর দেখার ভিড়টা খিদিরপুরে রওনা দিয়েছে। হাতিবাগান, কুমারটুলির সঙ্গে বেলগাছিয়া, এমনকী দমদমের ভিড়ও মিশে গিয়েছে। কে বলবে, দিন কয়েক আগে এই শহরেই রেকর্ড বৃষ্টিতে বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছিল।
ভিড় কোথায় সবচেয়ে বেশি
দক্ষিণ কলকাতায় ভিড়ের নিরিখে এগিয়ে ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণী সংঘ। একডালিয়া এভারগ্রিন বরাবরের মতই ভিড়। উত্তর কলকাতায় ভিড় টানছে টালা প্রত্যয় টালা পার্ক। জগত মুখার্জি পার্ক, কাশীবোস লেনের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। লেকটাউনের শ্রীভূমির লম্বা লাইনের শেষটা কোথায় তা দেখা যাচ্ছে না।