Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ এবার বড় অপরাধ চক্রের হদিশ পেল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯৪ গ্রাম কোকেন। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ২.২৫ কোটি টাকা।

জানা গিয়েছে, অভিযুক্তদের নাম, রাহুল ওয়াধওয়া (৩২), আব্দুল কাঁদির (২৯) ও চিমেজি লাজারাস ইনডেডিঙ্গে (৩৫) । এই চিমেজি লাজারাস ইনডেডিঙ্গে নাইজেরিয়ার বাসিন্দা। আর রাহুল ও আব্দুল পেশায় ট্যাক্সিচালক। ২০২৩ সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য ভারতে আসে লাজারাস। পরে দেশের মধ্যে মাদকের ব্যবসা শুরু করে সে। গোপন সূত্রে খবর পেয়ে, গত ৬ সেপ্টেম্বর রোহিণীর কাছে অভিযান চালায় পুলিশ। তখনই মাদক-সহ গ্রেফতার করা হয় রাহুল অ ওয়াধকে। তাঁদের কাছ থেকে প্রায় ৯০ গ্রাম কোকেইন উদ্ধার করা হয়। এরপর ১০ সেপ্টেম্বর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই নাইজেরিয়ার যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয় ১০৯ গ্রাম কোকেইন। তদন্তকারীরা জানতে পেরেছেন, দিল্লি ছাড়াও গুরুগ্রাম, মিরাঠ, চণ্ডীগড় এবং হালদওয়ানিতে কোকেইন সরবরাহ করত এই চক্র। কোটি কোটি টাকার লেনদেন চলত।