হায়দরাবাদ, ১৯ মেঃ পথকুকুরের হামলায় আবারও প্রাণ গেল বালকের। হায়দরাবাদের হানমকোডা জেলায় কাজিপেট রেল কোয়াটারের কাছে এক আট বছরের বালকের মৃত্যু হয়েছে পথকুকুরদের আক্রমণে (Dog Attack in Telangana)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। রেল কোয়াটারের কাছে এক গাছ তলায় শুয়ে ঘুমাচ্ছিল ওই কিশোর। এমন সময়ে এক ঝাঁক পথকুকুর এসে হামলা করে তাঁর উপর। পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সে। পথকুকুরের হিংস্রতার শিকার হয় বছর আটেকের ছেলে। কামড়ে, আঁচড়ে সেখানেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, মৃত বালকের নাম ছোটু। উত্তরপ্রদেশের (Uttra Pradesh) পরিযায়ী শ্রমিক দম্পতির সন্তান। কাজের জন্যে বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশ থেকে কাজিপেট এসেছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাঁদের ছেলে ছোটু। কাজিপেট পৌঁছাতে অনেক রাত হয়ে যাওয়ায় সেদিন রাতটা তাঁরা স্টেশনের পাশে এক পার্কেই কাটাবেন ঠিক করেছিলেন। পর দিন সকাল হতে ছেলেকে গাছ তলায় শুইয়ে রেখে শৌচকর্মের জন্যে যান বাবা-মা। এমন সময়ে একদল পথকুকুর এসে হামলা করে ঘুমন্ত বালকের উপর।
ফিরে এসে বাবা-মা দেখেন রক্তাক্ত অবস্থায় গাছ তলায় পড়ে রয়েছে তাঁদের আট বছরের সন্তাহের নিথর দেহ। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে হাসপাতাল ছোটেন তাঁরা। কিন্তু চিকিৎসকরা ছোটুকে মৃত বলে জানিয়ে দেন।