নয়াদিল্লিঃ আজ, ১৫ অক্টোবত ফের সুপ্রিম কোর্টে(Supreme Court) আর জি কর মামলার(RG Kar Case) শুনানি। সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। অন্যদিকে ন্যাবিচার সহ আরও কয়েক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন কলকাতার জুনিয়র ডাক্তাররা(Junior Doctors)। অনশন(Hunger Strike) করছেন তাঁরা। তাঁদের দাবি মানা না হলে আমরণ অনশনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এই অবস্থায় সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন ভিনরাজ্যের চিকিৎসকেরাও। এ বার কলকাতার কিনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে আজ ১২ ঘণ্টা অনশন করছেন যোধপুরের ডাক্তাররা। রাস্তায় বসে তাঁরাও অনশন করছেন। কলকাতার পাশে থাকতেই তাঁদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।
কলকাতার পাশে এবার রাজস্থান, ১২ ঘণ্টা অনশনের ডাক যোধপুরের ডাক্তারদের
Rajasthan: Doctors in Jodhpur have launched a 12-hour hunger strike in support of Kolkata physicians amid rising violence against medical staff. The medical college administration is on high alert, monitoring local hospitals while alternative arrangements are being made due to… pic.twitter.com/cpyDr9BPxZ
— IANS (@ians_india) October 15, 2024