প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লি: কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছেন মানুষ, ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ। এরই মধ্যে মোরাদাবাদের হাসপাতালে (Moradabad Hospital) কর্মরত এক নার্সকে ধর্ষণ করল চিকিৎসক। মোরাদাবাদের শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে নার্সটিকে ধর্ষণ করে হাসপাতালের চিকিৎসক। পরদিন সকালে নার্সটি বাড়িতে পৌঁছে ঘটনাটি তাঁর পরিবারকে জানান। নার্সের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, এসসি-এসটি আইন এবং অন্যান্য ধারায় রিপোর্ট নথিভুক্ত করেছে। কোতোয়ালির ইনচার্জ ইন্সপেক্টর রাজীব চৌধুরী বলেন, ভুক্তভোগীর বয়ান এখনও রেকর্ড করা হয়নি। তিনি মাসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

নার্সটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, যে তাঁর ২০ বছরের মেয়ে গত ১০ মাস ধরে ওই হাসপাতালে নার্স হিসেবে কাজ করছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর মেয়ে ডিউটি করতে হাসপাতালে যান। তখন দুজন ওয়ার্ড বয় তাঁকে ওই চিকিৎসকের ঘরে পাঠিয়ে বাইরে থেকে তালাবন্ধ করে দেয়। নার্সটির থেকে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। তাঁকে বন্ধ ঘরে ধর্ষণ করার পর তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।