ভোপাল, ১৭ সেপ্টেম্বর: বেফাঁস মন্তব্যের জন্য বারবরই কুখ্যাত কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ( Digvijaya Singh)। মধ্যপ্রদেশের শীর্ষস্থানীয় অভিজ্ঞ এই কংগ্রেস নেতা আবার বিতর্কিত কথা বললেন। দিগ্বিজয় সিং অভিযোগ করলেন, ' গেরুয়া রঙের লম্বা পোশাক পরা মানুষরা মন্দিরের ভিতর ধর্ষণ করে।' এমনকী তারা 'চূর্ণ' বিক্রি করে বলেও অভিযোগ ২০১৯ লোকসভা নির্বাচনে ভোপাল কেন্দ্রে সাক্ষী প্রজ্ঞার কাছে হেরে যাওয়া দিগ্বিজয়। ক দিন আগে দিগ্বিজয় বিস্ফোরক অভিযোগ করে বলেছিলেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-র থেকে অর্থ সাহায্য নেয় বিজেপি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের পাশে বসেই বিতর্কিত কথাগুলো বলছিলেন দিগ্বিজয় সিং। কংগ্রেসের অভিজ্ঞ এই নেতা গেরুয়া পোশাকধারীদের নিয়ে বিস্ফোরক অভিযোগ আনার পর বলেন, '' ঐতিহ্যের সন্তান ধর্মকে যারা এভাবে অপমান করছে তাদের ভগবান ক্ষমা করবেন না। দিগ্বিজয় এই কথাগুলো বলছিলেন, মধ্যপ্রদেশের ভোপালে আধ্যাত্মিক বিভাগের এক অনুষ্ঠানে। আরও পড়ুন-জন্মদিনের শুভেচ্ছায় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির বাংলায় টুইট
#WATCH Digvijaya Singh, Congress in Bhopal: Today, people are wearing saffron clothes and raping, rapes are happening inside temples, is this our religion? Those who have defamed our 'Sanatan Dharma', not even god will forgive them. pic.twitter.com/psAQcd1R7p
— ANI (@ANI) September 17, 2019
এরপর দিগ্বিজয় অভিযোগ করেন, ''জয় শ্রী রাম স্লোগান তোলার পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। যারা জয় শ্রীরাম-এর স্লোগান তুলছে, তাদের উচিত 'জয় সিয়ারাম' বলা। কারণ ভগবান রামের সঙ্গে সীতার নাম উল্লেখ করতে হয়। আমরা সীতাকে কী করে ভুলতে পারি?''
দিগ্বিজয়ের বিতর্কিত মন্তব্য এবার প্রথম নয়। নানা সময় কখনও আরএসএস, কখনও বিজেপি-র নানা নীতি, কখনও আবার নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে বেফাঁস মন্তব্য করেছেন দিগ্বিজয়। তবে এবার সব কিছুর মাত্রা ছাড়িয়ে গেল। দিগ্বিজয়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।