
নয়াদিল্লিঃ ডায়ালেসিস (Dialysis)চলাকালীন লোডশেডিং (Power Cut)। মৃত্যু রোগীর। হাসপাতালের (Hospital) গাফিলতির জেরে মৃত্যু বলে অভিযোগ রোগীর পরিবারের। ঘটনাটি ঘটেছে বিহারের বিজনোরে। মৃত রোগীর নাম সরফরাজ আহমেদ। বয়স ২৬। বিহারের ফুলসান্দা গ্রামের বাসিন্দা। বিজনোর জেলা হাসপাতালেই চিকিৎসা চলত তাঁর। নিয়মিত চলত ডায়ালেসিসি। এদিনও তাঁর ডায়ালেসিস চলছিল ওই হাসপাতালে। সেই মুহূর্তে হঠাৎ লোডশেডিং হয়ে যায়। এদিন মৃত্যু হয় সরফরাজের। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। তাঁদের দাবি, ডায়ালেসিসি চলাকালীন মাঝপথে বন্ধ হয়ে যায় মেশিন। অন্ধকারে ডায়ালেসিস করার কারণেই মৃত্যু হয়েছে সরফরাজের।
হাসপাতালের গাফিলতির জেরে রোগী মৃত্যু
মৃত যুবকের মা সংবাদমাধ্যের সামনে বলেন, "ডায়ালেসিস তখনও চলছে। শরীরের মধ্যে সিরিঞ্জ গাঁথা সেই সোময় লোডশেডিং হয়ে যায়। সামনে কেউ ছিল না। আমি অনেকবার সাহায্য চেয়েছি কিন্তু কেউ এগিয়ে আসেনি।" সেই সময়ই হাসপাতাল পরিদর্শনে আসেন এক অফিসার। সেই মেডিক্যাল অফিসারও জানান, তিনি ওই সময় আরও চারপাঁচ জন রোগীকে বিনা চিকিৎসায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখেছেন। অন্যদিকে হাসপাতালের পাল্টা দাবি, হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
‘Machine Stopped Midway With Half His Blood Still Inside’: Dialysis Patient Dies in Bijnor Hospital After Power Cut, Generator Had No Fuel; Probe Ordered #Bijnor #Dialysis #PowerCut
— LatestLY (@latestly) June 15, 2025
Read: https://t.co/0aJQfTVGeQ
— LatestLY (@latestly) June 15, 2025