কলকাতাঃ সোমবার বাংলাজুড়ে পূজিত হয়েছেন মা কালী(Maa Kali)। অমাবস্যা তিথিতে সারারাত ধরে দেবী কালীর পুজোয় মেতেছেন ভক্তরা। নিয়ম মেনে শেষ করা হয় পূজা। কলকাতা (Kolkata)ma ম-সহ পূর্ব বাংলাজুড়ে পালিত হয় দীপান্বিতা কালীপুজো। বিভিন্ন মণ্ডপে ভক্তদের ঢল নামে। এক্ষেত্রে বিশেষ নজর কাড়ে বারাসাতের মণ্ডপগুলি। আলোয় সেজে ওঠে গোতা বাংলা। সমস্ত আচার মেনে মায়ের পুজো সম্পন্ন হয় কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারাপীঠে। মন্দিরে মন্দিরে ভিড় জমান ভক্তরা। রঙবেরঙের আলো, আতশাবাজি, তুবড়ি, পটকার ভিড়ে জমজমাটভাবে কেটেছে বাঙালির এবারের কালীপুজো। আবার অপেক্ষা এক বছরের।
আলো, তুবড়ি, পটকার সঙ্গে ধুমধাম করে কালীপুজো কাটাল বাংলা, দেখুন ছবি
#InPics: Devotees gathered in large numbers across West Bengal and parts of Eastern India to celebrate Kali Puja with traditional rituals, illuminated pandals, and cultural festivities #KaliPuja pic.twitter.com/kEI2TukItZ
— NDTV (@ndtv) October 21, 2025