প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ নৈশভোজ (Dinner) সেরে এক সঙ্গেই শুতে গিয়েছিলেন। বিছানায় (Bed) যে তাঁর এই পরিণতি হবে তা দুঃস্বপ্নেও টের পাননি দীনেশ কুমার। ভোররাতে আচমকা অসহ্য জ্বালা অনুভব করে ঘুম ভেঙে যায়। যন্ত্রণায় আঁতকে উঠে দেখেন সারা শরীরে ফুটন্ত তেল ও লঙ্কার গুঁড়ো ঢেলে দিয়েছে স্ত্রী সাধনা। যন্ত্রণায় ছটফট করলে স্ত্রী আরও তেল ঢালার হুমকি দেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে দিল্লির মদনগিরি এলাকায়। গত ৩ অক্টবর ভোররাতে এই ঘটনা ঘটান সাধনা নামে ওই মহিলা। ভোররাতে দিল্লির সফদরজং হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় আক্রান্ত দীনেশ কুমারকে। বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। হাসপাতালের বেডে শুয়ে দীনেশ জানান, স্ত্রী সাধনা গায়ে ফুটন্ত তেল ঢেলে দেন। এরপর পুড়ে যাওয়া অংশে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তিনি জানান, তাঁর চিৎকারে ছুটে আসেন বাড়িওয়ালা ও প্রতিবেশীরা। তাঁরাই তাঁকে উদ্ধার করে মদনমোহন মালব্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কী কারণে এই আক্রমণ? জানা গিয়েছে আট বছর আগে বিয়ে হয় এই দম্পতির। শুরু থেকেই দু'জনের মধ্যে বনিবনা ছিল না। নিত্যদিন অশান্তি লেগেই থাকত। আগেই দিল্লি পুলিশের মহিলা সেলে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী। এরপর পুলিশি হস্তক্ষেপে মেটে বিবাদ। দীনেশের অভিযোগ, সম্প্রতি তাঁকে খুনের চেষ্টা করে স্ত্রী। ইতিমধ্যেই সাধনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ইচ্ছাকৃত ভাবে বিপজ্জনক উপায়ে আঘাত করা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল, পোড়া অংশে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে