দিল্লির পরিস্থিতি (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাজধানীতে বাড়ছে উদ্বেগ কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দূষণ দিল্লির বায়ুর গুণমান (Delhi AQI)ছুঁয়েছে ৪০০ যার জেরে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে দিল্লির পরিস্থিতি। সিপিসিবি-এর তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকালে দিল্লির বেশ কয়েকটি অঞ্চলের একিউআই ৪০০ ছাড়িয়েছে তথ্য অনুযায়ী এদিন সকালে দিল্লির ওয়াজিরপুরের একিউআই ৪৭৭ আনন্দ বিহারের ৪২০, আর কে পুরমের ৪২৮, পঞ্জাবি বাগের ৪৪১, বুরারি ক্রসিং-এর ৪১০, বাওয়ানায় ৪৪৩, আয়া নগরে ৩৬৯, জাহাঙ্গীরপুরীতে ৪৫৩, আইজিয়াই বিমানবন্দর টি-থ্রি এলাকায় ৩৭৩ ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকে, তবে সেই বাতাসকে ‘মারাত্মক’ বলা হয়। আগামী 'দিনে দিল্লির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ স্তরের মধ্যেই থাকবে বলে জানিয়েছে আর্থ সায়েন্সেস মন্ত্রকের ‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম এছাড়া পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির পেশ করা রিপোর্ট অনুযায়ী বুধবার দিল্লির মোট দূষণের ১৮ শতাংশ ছিল গাড়ির ধোঁয়া, ফসল পোড়ানোর জেরে দূষণ হয়েছে . শতাংশ প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজধানীর বায়ু দূষণের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

দিল্লিতে বাড়ছে উদ্বেগ, দূষণের মাত্রা ৪০০ পার