প্রতিকি ছবি (Photo Credits: Wkimedia Commons, Pixabay)

নয়া দিল্লি, ৭ জুনঃ দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University) ক্যাম্পাসের মধ্যে দুই ছাত্রীকে হেনস্থা এবং অপহরণের অভিযোগ।মধ্যরাতে গাড়ি নিয়ে কাম্পাসের মধ্যে ঢোকে একদল মদ্যপ বহিরাগত যুবক। দুই ছাত্রীর শ্লীলতাহানি এবং একই সঙ্গে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজনা ছড়িয়েছে জেএনইউ ক্যাম্পাসে (JNU Campus)। চোখের সামনে মৃতদেহের স্তূপ, জলে রক্তের দাগ, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর ট্রমায় বহু NDRF কর্মী

ছাত্র-ছাত্রীরা উপাচার্যের কাছে জেএনইউ প্রশাসনের তরফে মামলা নথিভুক্ত করার এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবি জানিয়ে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ চালাচ্ছে।

দুই নির্যাতিতা  অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন। প্রত্যেকেই বহিরাগত। ইতিমধ্যেই অভিযুক্তদের কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার বিশদ তদন্ত করছে দিল্লি পুলিশ।