নয়াদিল্লিঃ দিনের পর দিন ছাত্রীদের যৌন হেনস্থা(Sexual Assault)। রাতের বেলায় হোয়াটসঅ্যাপে অশ্লীল ইঙ্গিতপূর্ণ মেসেজ। কখনও আবার প্রকাশ্যে গালিগালাজ এবং জোর করে সঙ্গম। এবার প্রকাশ্যে দিল্লির স্বঘোষিত বাবা কীর্তি। জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ১৭ জন ছাত্রী।
জানা গিয়েছে, দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার জনপ্রিয় আশ্রম শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রধান এই বাবা। তাঁর নাম স্বামী চৈতন্যনন্দ সরস্বতী। তাঁর বিরুদ্ধে একাধিক তরুণীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
দিল্লিতে স্বামীজির কীর্তি ফাঁস
পুলিশ সূত্রে খবর, এই মহারাজের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেন এক তরুণী। এরপর একে একে ৩২ টি অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, নিত্যদিন ছাত্রীদের অশ্লীল ভিডিও ও মেসেজ পাঠাতেন তিনি। ছাত্রীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করতেন তিনি। নির্যাতিতাদের অভিযোগ, আগে এই ব্যাপারে ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
১৭ ছাত্রীকে ধর্ষণ, অত্যাচার, দিল্লির স্বঘোষিত 'বাবার' পর্দাফাঁস
'Godman' Who Rarely Uses Mobile Phones. Who Is Delhi Baba Accused Of Molestationhttps://t.co/nfrxbWc7dJ pic.twitter.com/OsPsr6IP6o
— NDTV (@ndtv) September 24, 2025