Arvind Kejriwal (Photo Credit: Twitter)

নতুন দিল্লি, ১৬ এপ্রিল: সকাল সাড়ে ১১টা থেকে জেরা চলছে তো চলছেই, চলছে তো চলছে। তাতে আম আদমি পার্টির নেতৃত্বের মধ্যে আশঙ্কা তৈরি হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal) কে গ্রেফতার করতে পারে সিবিআই (CBI)। জরুরি বৈঠকেও বসেন আপ নেতৃত্ব। কিন্তু শেষ অবধি রাত সাড়ে ৮টা নাগাদ দীর্ঘ জেরা পর্ব শেষে সিবিআই দফতর থেকে বের হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খুব সম্ভবত আগামী ক দিনের মধ্যে ফের কেজরিকে ডাকতে পারে সিবিআই। আবগারি নীতি দুর্নীতি (Liquor policy case) নিয়ে সিবিআইয়ের দীর্ঘ জেরা শেষে বেরিয়ে এসে কেজরির মুখে সেই চেনা হাসি। সূত্রের একাংশের খবর, কেজরির জমাট ডিফেন্স ভাঙতে পারেনি সিবিআই। তাই দীর্ঘক্ষণ জেরা করে তাঁকে হেনস্থা করা হল। আবার একাংশ বলছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে দীর্ঘ জেরাপর্ব শেষে গুরুত্বপূর্ণ জিনিস জানা গিয়েছে। কেজরিওয়াল জানান, সিবিআই কর্তারা তাঁকে আবগারি নীতি নিয়ে মোট ৫৬টি প্রশ্ন করেন। এবং তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দেন।

তার আগে সারা দিন ধরে আপ নেতা, কর্মীরা কেজরিকে সিবিআই জেরার বিরুদ্ধে প্রতিবাদ দেখান। সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ দেখানোয় রাঘব চাড্ডা, সঞ্জয় সিং সহ আপ শীর্ষ নেতৃত্বকে আটক করে পুলিশ। আরও পড়ুন-প্রয়াগরাজে কবর দেওয়া হল আতিক ও তাঁর ভাইকে, দেখুন সেই ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

এর আগে আবগারি দুর্নীতি বা মদের দোকানে লাইসেন্স দেওয়ার দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে বেশ কয়েকবার জেরার পর গ্রেফতার করেছিল সিবিআই।

এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সিবিআই অফিসে যান কেজরিওয়াল। সবটাই বিজেপির ষড়যন্ত্র, আর সিবিআইকে গেরুয়া শিবির কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল।