প্রয়াগরাজ: রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মাফিয়া থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া আতিক আহমেদ (Mafia-turned-politician Atiq Ahmed) ও তাঁর ভাই আশরাফের (Ashraf) মৃতদেহ কবরস্থ (buried) করা হল। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁদের মৃতদেহ কবর দেওয়া হয় প্রয়াগরাজের (Prayagraj) কাসারি মাসারি কবরস্থানে।
রবিবার বিকেলে ময়নাতদন্তের পর তাঁদের মৃতদেহগুলি নিয়ে অ্যাম্বুল্যান্স করে নিয়ে আসা হয়েছিল প্রয়াগরাজের ওই কবরস্থানে। কোনওরকম যাতে অশান্তি না ছড়ায় তার জন্য কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার পর পুলিশ যখন ফের আতিক ও তাঁর ভাইকে জেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। সেই সময় খুব কাছ থেকে তাঁকে ও তাঁর ভাইকে গুলি করে মারে তিন শুটার। রবিবার তাদের আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
দেখুন ভিডিয়ো:
#WATCH | UP: Mafia-turned-politician Atiq Ahmed and his brother Ashraf, who were shot dead yesterday amid police presence, buried in Prayagraj. pic.twitter.com/q2wolsGIbk
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 16, 2023