নয়া দিল্লি, ২৮ জুনঃ কয়েক মাস যাবত রাজধানী জুড়ে তীব্র তাপপ্রবাহ বইছিল। চারিদিকে কেবল জলের হাহাকার শোনা যাচ্ছিল। জলসঙ্কট এবং দহন জ্বালা কাটিয়ে স্বস্তির বৃষ্টি নেমেছে দিল্লিতে। তবে সেই বৃষ্টি স্বস্তির বদলে ডেকে আনল অস্বস্তি। মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন রাজধানী শহর। দোকান, বাজার, রাস্তা-ঘাট ডুবাঁটু জলে। এরই মাঝে শুক্রবার সাত সকালে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। দুর্ঘটনায় ইতিমধ্যেই এক জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের 'ব্যর্থতা' বলেই চিহ্নিত করলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy)।
প্রবল বৃষ্টির জেরে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। ছাদের একাংশ ভেঙে কয়েকটি গাড়ির উপর পড়েছে। যার ফলে একজনের মৃত্যুর খবর মিলেছে। এবং আহত হয়েছেন অন্ততপক্ষে ৬ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ায় ব্যাহত হয়েছে রাজধানীর বিমান পরিষেবা।
দেখুন কী বললেন সাংসদ...
#WATCH | Canopy collapse at Delhi airport's Terminal-1 | TMC MP Saugata Roy says, "It is a very unfortunate incident. It is a failure of Ministry of Civil Aviation...Civil Aviation Minister should issue a statement on the same and tell us what remedial steps he has taken." pic.twitter.com/fV89rQcxwZ
— ANI (@ANI) June 28, 2024
এদিন লোকসভা অধিবেশন শুরুর আগে তৃণমূল সাংসদ সৌগত রায় ঘটনায় দুঃখ প্রকাশ করে বললেন, 'অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এটি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ব্যর্থতা। এই ঘটনা নিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বিবৃতি জারি করা উচিৎ এবং তিনি কী প্রতিকারমূলক পদক্ষেপ নিয়েছেন বা নিতে চলেছেন তা আমাদের জানা দরকার'।