Representational Image (Photo Credits: Pixabay)

নয়া দিল্লি, ৮ জুলাইঃ ধস্তাধস্তির মাঝে ছুরির কোপ। বেঘোরে প্রাণ গেল ১৬ বছরের তরুণের। শুক্রবার দিল্লির (Delhi) বাওয়ানা এলাকায় তিন যুবকের সঙ্গে হাতাহাতিতে জোরায় ওই কিশোর। এরই মাঝে তিনজনের একজন ছুরি বের করে বসাল কোপ। রক্তাক্ত কিশোরকে ওখানে ওই অবস্থায় ফেলে রেখে চম্পট দেয় তিন যুবক। এরপর স্থানীয়দের চোখে পড়তেই খবর দেওয়া হয় আহতের পরিবারে। দ্রুত ছেলেকে নিয়ে হাসপাতাল পৌছায় পরিবার। কিন্তু চিকিৎসকরা ১৬ বছরের কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

এরপর হাসপাতাল তরফে খবর দেওয়া হয় পুলিশে। চিকিৎসকরা পুলিশকে জানান, ধারালো অস্ত্রের আঘাতের ফলে মৃতের শরীরে দুই জায়গায় বড় ক্ষতের সৃষ্টি হয়েছিল। একটি পিঠে এবং অন্যটি পেটে। যার ফলে মৃত্যু হয়েছে ওই নাবালকের।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারেন, ওই নাবালকের উপর আঘাত হানা তিন যুবকের প্রতেকেই নাবালক। এবং একই এলাকাতেই থাকেন প্রত্যেকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির (IPC) অধীনে ৩০২ (খুন) এবং ৩৪ (কোন অপরাধমূলক কাজে দুই বা ততোধিক ব্যক্তি জড়িত) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।