নয়াদিল্লিঃ গুজরাটে (Gujarat) হিম্মতনগরে দলিত যুবককে মন্দিরে (Temple) ঢুকতে বাধা। শুধু বাধাই নয়,জাতপাত তুলে তাঁকে গালিগালাজ এবং হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল গোটা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
দলিত যুবককে মন্দিরে ঢুকছে বাধা, হেনস্থা
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম শৈলাশ সোলাঙ্কি। পেশায় দিনমজুর। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় এক মন্দিরে যাওয়ার জন্য বালোচপুরের কাছে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় ভরত প্যাটেল নামে স্থানীয় এক যুবক তাঁকে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন তিনি। মন্দিতে যাচ্ছেন জানাতেই শৈলাশের পরিচয় পত্র দেখতে চান ভরত। আধার কার্ড দেখান শৈলাশ। এরপর তিনি দলিত কিনা তা জানতে চাওয়া হয়। এরপরই শৈলাশের উপর চড়াও হন ওই ব্যক্তি। মন্দিরে যেতে তাঁকে বাধা দেওয়া হয়। চলে মারধর গালিগালাজ। এরপরই পুলিশের দ্বারস্থ হন আক্রান্ত ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভরত প্যাটেলকে গ্রেফতার করে হিম্মতনগর থানার পুলিশ।
মোদীরাজ্যে দলিত যুবককে চরম হেনস্থার অভিযোগ
“Why Did You Come to a Temple?”: Dalit Man Beaten, Threatened in Gujarat Village
— The Observer Post (@TheObserverPost) October 4, 2025