সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

কলকাতা, ৮ এপ্রিল: দেশের সব নাগরিকদের জন্য করোনাভাইরাসের পরীক্ষা (COVID-19 Test) বিনামূল্যে করানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বেসরকারি ল্যাবে টাকা দিয়ে নয়, সবাই যেন নিখরচায় করোনাভাইরাসের পরীক্ষা করাতে পারেন, তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বর্তমানে বেসরকারি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা করাতে ৪৫০০ টাকা খরচ পড়ে। বেসরকারি ল্যাবগুলো যাতে করোনার পরীক্ষার জন্য টাকা নিতে না পারে তা কেন্দ্রকে নিশ্চিত করতে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ। এজন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশিকা জারি করতেও বলেছেন বিচারপতিরা।

সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, সিভিডি -১৯ পরীক্ষা অবশ্যই এনএবিএল (National Accreditation Board for Testing and Calibration Laboratories) অনুমোদিত ল্যাবগুলিতে বা WHO বা ICMR দ্বারা অনুমোদিত যে কোনও এজেন্সিতে করা উচিত। শীর্ষ আদালত জানিয়েছে, সরকারের থেকে পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবগুলির টাকা পাওয়ার বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও পড়ুন: Kolkata: মদের হোম ডেলিভারি সংক্রান্ত খবর ভুয়ো, জানাল কলকাতা পুলিশ

এর আগে এই মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণ ও রবীন্দ্র ভাট বলেন যে সরকারের দেখা উচিত এমন একটা উপায় বার করার যেখানে তারা সরাসরি বেসরকারি ল্যাবগুলিকে টাকা দিয়ে দিতে পারে যাতে নাগরিকদের পকেট থেকে সেটা না যায়। বিচারপতি ভূষণ বলেন যে বেসরকারি ল্যাবদের অত টাকা নিতে দেবেন না টেস্টের জন্য। ওদের সরাসরি রিম্বার্সমেন্ট করে দিন। সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে হাজির সলিসিটর জেনারেল বলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে এই বিষয় পরামর্শ করে জানাবেন। বর্তমানে করোনা পরীক্ষার জন্য সর্বোচ্চ ৪৫০০ টাকা নিতে পারে বেসরকারি ল্যাবগুলি।