পুনে, ১০ সেপ্টেম্বর: পুনের (Pune) ইয়ারাওয়াড়া কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যেই রয়েছে অস্থায়ী জেল। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ সেখান থেকেই পালিয়ে গেল করোনা আক্রান্ত ২ বিচারাধীন বন্দি। বিষয়টি জানাজানি হতেই পলাতক ব্দিদের খোঁজে তল্লাশি শুরু করেছে জেল কর্তৃপক্ষ। গত জুনমাসে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল হরিয়ানার ঝিন্দে। বিচারাধীন অভিযুক্ত জামিনে ছিল। করোনা আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিপিই কিট পরে সেই হাসপাতাল থেকেই উধাও হয়ে গিয়েছিল সেই অভিযুক্ত। তবে কয়েকঘণ্টার মধ্যে ধরাও পড়ে যায় সে। আরও পড়ন-Kenbo Bike Ban: এবার মিজোরামে নিষিদ্ধ চিনের তৈরি কেনবো মোটর সাইকেল, কেন জানেন?
Two undertrial prisoners who tested positive for #COVID19 escaped from the temporary jail set up by Yerawada Central Prison in Pune at about 1 am today. Search underway: Jail Official #Maharashtra
— ANI (@ANI) September 10, 2020
বলা বাহুল্য, এই ঘটনা নতুন কিছু নয়। করোনা সংক্রমণ বাড়ার পর থেকে কোথাও না কোথাও ঘটেই চলেছে। গতমাসেই অস্থায়ী জেল থেকে পালিয়ে যায় আর এক করোনা আক্রান্ত বন্দি। ঘটনাটি আগ্রার হরিপারওয়াত থানা এলাকার। মোবাইল ফোন চুরির অপরাধে বছর ২৪ এর অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছিল। এরপর তার করোনা টেস্ট পজিটিভ আসে। অস্থায়ী জেলে ঠাঁই হয়, সেখান থেকেই পালিয়ে যায় অভিযুক্ত।