নয়াদিল্লিঃ বিবাহিত পুরুষের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ( Extra-Marital Affair)। আর সেই অবৈধ সম্পর্কের মাসুল গুনতে হল মহিলাকে। হিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। ইতিমধ্যেই দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার পর থেকে নিখোঁজ নির্যাতিতা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হনমকোন্ডা জেলায়। স্থানীয় সূত্রে খবর, রবি নামে গ্রামেরই এক বাসিন্দার সঙ্গে সম্পর্কে জড়ান ওই মহিলা। রবি বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে। কিন্তু সব জেনেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়া নির্যাতিতা। একদিন একসঙ্গে দু'জন উধাও হয়ে যাওয়ায় প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক। এরপরই খোঁজখবর নেওয়া শুরু করে গ্রামবাসীরা।
গাছে বেঁধে যুগলকে বেধড়ক মারধর তেলেঙ্গানায়
অন্য গ্রাম থেকে উদ্ধার করা হয় নির্যাতিতা ও রবিকে। এরপরই শুরু হয় অত্যাচার। গাছে বেঁধে বিবস্ত্র করে মারা হয় ওই যুগলকে। কামিয়ে দেওয়া হয় মহিলার চুল। মারের চোটে পায়ে ধরে কাকুতি মিনতি করতে থাকেন নির্যাতিতা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। তাঁর উপর নির্মম অত্যাচার চালানো হয়। আঘাত করা হয় গোপনাঙ্গে। সেই মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনেকেই। ওই ভিডিয়োর সূত্র ধরেই এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ। ১৪ জনকে আটক করা হয়েছে বলে ওয়ারাঙ্গল পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনার দিন থেকেই নিখোঁজ রবি ও নির্যাতিতা। তাঁদেরও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, যুগলকে বিবস্ত্র করে বেঁধে মার, গ্রেফতার ১৪
Telangana HORROR: Woman Stripped, Beaten, Chemical Poured Into Private Part Over Alleged Extra-Marital Affair; Goes Missing
tap here to read full story- https://t.co/GOHd2NsjP8#CrimeNews
— News24 English (@News24eng) June 29, 2025