Corona Update: দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। বড়দিন, নববর্ষ সব মিলয়ে আনন্দে মেতে উঠেছে দেশবাসী। তবে উৎসবের আমেজের মাঝেই চোখ পাকাচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। শীত পড়তেই ভাইরাসের নতুন উপপ্রজাতি জেএন ১-এর (JN.1) দেখা মিলছে রোগীদের শরীরে। গতকাল ২৫ ডিসেম্বর অবধি দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন১ আক্রান্ত হয়েছেন ৬৯ জন।
আরও পড়ুনঃ দেশে বাড়ছে নয়া করোনার দাপট, লাগবে কি নয়া ভ্যাকসিন, কী বলছে AIIMS
দেশজুড়ে ফের করোনার দাপট বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমহলে তৈরি হয়েছে চিন্তার ভাজ। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্নতা প্রকাশ করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৬৯ জন করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন১ (JN.1) আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কর্ণাটকে রয়েছেন ৩৪ জন। মহারাষ্ট্রে ৯ জন, গোয়ায় ১৪ জন, কেরালা ৬ জন, তামিলনাডুতে ৪ জন এবং তেলাঙ্গানায় ২ জনের শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন১-এর সন্ধান মিলেছে।
সামনেই নতুন বছর। দেশের নানা প্রান্তের পর্যটনকেন্দ্র গুলোতে বাড়বে সাধারণের ভিড়। এই পরিস্থিতিতে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬২৮ জন। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের। গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম করোনার নতুন উপপ্রজাতি জেএন ১-এর (JN.1) খোঁজ পাওয়া গিয়েছিল। দুমাসের ব্যবধানেই দেশে হানা নেয় এই ভ্যারিয়েন্ট। ভারতে জেএন ১-এর প্রথম খোঁজ মিলেছিল কেরলে। অল্প দিনের মধ্যেই ছড়িয়ে ১ থেকে ৬৯-এ পৌঁছে গিয়েছে জেএন ১-এর সংক্রমণ।