Women's Reservation Bill (Photo Credit: ANI)

নয়াদিল্লি: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল উত্থাপনের পর আজ সোনিয়া গান্ধীর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সভাপতি সোনিয়া গান্ধী সংসদের নতুন কক্ষে তাঁর বক্তৃতায় এই বিলটিকে সমর্থন করেছেন। সোনিয়া গান্ধী (Sonia Gandhi) বলেন, ‘কংগ্রেস এই বিলটিকে সমর্থন করে এবং আমি নিজেও এই বিলের সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি। এটি আমার জীবনের একটি মর্মান্তিক মুহূর্ত। মহিলা সংরক্ষণ বিল এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী। রাজ্যসভায় এটি ৭ ভোটে পরাজিত হয়। পরে এটি পিভি নরসিমা রাও সরকারের সময় কংগ্রেস দ্বারা পাস হয়েছিল, যার ফলস্বরূপ আজ সারা দেশে স্থানীয় সংস্থাগুলিতে আমাদের ১৫ লক্ষ নির্বাচিত মহিলা নেত্রী রয়েছে। রাজীব গান্ধীর স্বপ্ন এখনও অর্ধেক পূর্ণ হয়নি, এই বিল পাশ হলে তা পূর্ণ হবে।’

দেখুন ভিডিও

ভাষণে সোনিয়া গান্ধী বলেন, 'ধোঁয়ায় ভরা রান্নাঘর থেকে আলোর রোশনাইয়ে ভরা স্টেডিয়াম পর্যন্ত ভারতের নারীদের সফর অনেক লম্বা। কিন্তু, সেষ পর্যন্ত নারীরা তাঁদের লক্ষ্য অর্জন করে ফেলেছে। ভারতের নারীদের হৃদয়ে মহাসাগরের মতো ধৈর্য্য রয়েছে। কখনও শুধু নিজের ফায়দার কথা ভাবেননি। তাঁর নদীর মতো প্রবাহমান। সকলের ভালোটা ভাবেন। আবার মুশকিল সময় হিমালয়ের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতেও জানেন নারীরা। একজন স্ত্রীর ধৈর্যের আন্দাজ করা অসম্ভব। এই নারীরাই আমাদের দেশেমাতা।'

সোনিয়া গান্ধী বলেন, ‘আমি একটি প্রশ্ন করতে চাই, দেশের নারীরা তাঁদের রাজনৈতিক দায়িত্বের জন্য অপেক্ষা করছেন, কিন্তু এর জন্য তাঁদের আর কত বছর অপেক্ষা করতে হবে? এই বিল অবিলম্বে কার্যকর করার দাবি জানায় কংগ্রেস।’