উত্তরাখণ্ড, ৩১ জুলাই: বন্যাপ্লাবিত সমগ্র উত্তরাখণ্ড। ভারী বৃষ্টিপাতের জেরে নদীগুলির জল বিপদসীমার উপর থেকে বইছে। বেশকিছু গ্রাম জলমগ্ন। জলের তলায় চলে গিয়েছে অনেক এলাকা। পাহাড় থেকে তীব্র বেগে নামছে জল, দুর্গত এলাকা পরিদর্শনে যেতে গিয়ে জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন কংগ্রেস নেতা তথা বিধায়ক হরিশ ধামি (Congress MLA Harish Dhami)। পার্টির কর্মী সমর্থকরাই তাঁকে কোনওক্রমে জলবন্দি দশা থেকে উদ্ধার করনে। তবে ততক্ষণে বিধায়কের গোটা শরীর কাদায় মাখামাখি। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পিথোরাগড়ের ধরচুলা এলাকায়। ইতিমধ্যেই কংগ্রেস নেতার কাদায় পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। জলের মধ্যে ধ্বংসস্তূপ থাকায় কাদায় পড়ে সামান্য আঘাতও পেয়েছেন হরিশ ধামি। আরও পড়ুন-COVID-19 Cases In India: এক দিনে নতুন করোনা রোগী ৫৫ হাজার ৭৯ জন, ভারতে কোভিড সংক্রামিতর সংখ্যা ছাড়ালো ১৬ লাখ
#WATCH Uttarakhand: Congress MLA Harish Dhami had a narrow escape after he slipped while crossing a flooded rivulet in Dharchula area of Pithoragarh. He was rescued by party workers & supporters accompanying him. (30.07.2020) pic.twitter.com/9pZDHSd30T
— ANI (@ANI) July 31, 2020
জানা গিয়েছে, দলের কর্মী সমর্থকদের নিয়েই দুর্গত এলাকার মানুষদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেস বিধায়ক। তাঁরাই হরিশ ধামিকে ভূপতিত দশা থেকে উদ্ধার করেন। টানা বৃষ্টিপাতে জলের তলায় চলে গিয়েছে স্থানীয় লুমতি ও মোরি গ্রাম। সেখানেই যাচ্ছিলেন ওই কংগ্রেস নেতা। উত্তরাখণ্ডের বেশকিছু এলাকায় ভারী বর্ষণের জেরে জল জমতে শুরু করেছে। বেশ কয়েকটি অঞ্চল সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পার্বত্য এলাকায় হু হু করে জল নামায় এক একেকটা এলাকা ভেসে যাচ্ছে। সেই জলের তোড়েই ভেসে আসছে, উপরে যাওয়া গাছ, গাছের ভাঙা ডাল, গোবর, ধ্বংসাবশে, পাথরের টুকরো। তাই জলমগ্ন এলাকা পার করতে গিয়েবিপদের মুখে পড়ছেন স্থানীয়রা।