LPG Cylinders (Photo Credit: ANI)

নয়াদিল্লিঃ মাসের শুরুতে স্বস্তি। কমল গ্যাসের দাম। এক ধাক্কায় ৫৮ টাকা কমল দাম। তবে এই ছাড় শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে

মোট ৫৮.৫০ টাকা দাম কমানো হয়েছে। কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চলতি বছরে এই নিয়ে মোট তিনবার বানিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্রীর সরকার। প্রথম এপ্রিল মাসে দাম কমেছিল ৪১ টাকা। জুন মাসে ফের কমানো হয় ২৪ টাকা। কলকাতাতে গতকাল পর্যন্ত ১৯ কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১৮০২ টাকা।  কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রকের ঘোষণার পর এই দাম কমে হল ১৭৪৪ টাকায়। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি দর ছিল ১৭২৩ টাকা। বর্তমানে তা কমে দাঁড়াল ১৬৬৫ টাকা।

ফের কমল গ্যাসের দাম, জেনে নিন কতটা সাশ্রয় হল

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও অপরিবর্তিত থাকছে মধ্যবিত্তের হেঁশেলের খরচ। কমছে না বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। ৯০ শতাংশ গ্যাসই বিক্রি হয় বাড়িতে রান্নার কাজে ব্যব হারের জন্য বাকি ১০ শতাংশ বাণিজ্যিক স্তরে। তাই বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম না কমায় এখনই হাসি ফুটছে না মধ্যবিত্তের মুখে।

মাসের প্রথমেই সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম