ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

কলের মুখ খোলা। পরপর তিনটি কল থেকে অনবরত জল (Water) পড়ে চলেছে। আর তার মধ্যেই একটি কলের মুখে পেঁচিয়ে একটি গোখরো (Cobra)। মাঝেমধ্যেই ফণা তুলে সামনেরর দিকে এগিয়ে আসছে বিষধর সাপটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের একটি ভিডিয়ো, যা দেখে রীতিমতো আঁতকে উঠছেন নেটিজেনরা। ‘বিহারীলালকে_সপনে' নামক একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

গরমে কলের জলে স্নান সারছে গোখরো, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রীতিমতো কলের জলে স্নান করছে গোখরোটি। তার ত্রিসীমানায় যাতে কেউ আসতে না পারে তাই মাঝেমাঝেই ফণা তুলেউ ফোঁস করছে সে। ফণা তুলে ছোবল মারতে আসছে বারবার। যদিও ঘটনাটি কবে বা কোথায় ঘটেছে তা জানা যায়নি। ভাইরাল ভিডিয়ো দেখে রীতিমতো ভয়ে শিউড়ে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল ভিডিয়োর কমেন্টে কেউ লিখেছেন, ‘খুবই বিপজ্জনক পরিস্থিতি।' কেউ আবার মজা করে বলেছেন, 'গরমে ভালই স্নান সেরে নিচ্ছে গোখরো।' কেউ কেউ আবার নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, 'গরমে এই ধরনের সাপেদের উপদ্রব বাড়ে। তাই সতর্ক হন। বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখুন।'

কলের মধ্যে পেঁচিয়ে গোখরো, সামনে যেতেই ফণা তুলে ছোবল মারার চেষ্টা, ভাইরাল ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Bihari Lal (@biharilalke_sapne)