Kidnapping (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দিল্লিতে (Delhi) ভয়াবহ ঘটনা। স্কুলের বাইরে সহপাঠীকে বন্দুক দেখিয়ে অপহরণ। পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত। এই ঘটনায় আটক চার একাদশ শ্রেণির পড়ুয়া। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার একটি বেসরকারি স্কুলে। পুলিশ সূত্রে খবর, স্কুলের ভিতর ক্লাসের দুই দলের মধ্যে কোনও এক বিষয় নিয়ে ঝামেলা হয়। এই বচসা চরমে পৌঁছলে অপহৃত পড়ুয়াকে খুনের হুমকি পর্যন্ত দেয় এক অভিযুক্তের দাদা। বাড়িতে গোটা ঘটনা জানায় একাদশ শ্রেণির ওই পড়ুয়া। অভিভাবকেরা এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগেই অপহরণ করা হয় ওই নাবালককে। স্কুলের বাইরে থেকে তাঁকে অপহরণ করা হয়।

স্কুলের বাইরে থেকে অপহৃত পড়ুয়া

অপহৃত পড়ুয়ার বাড়ি দিল্লির সিআর পার্ক এলাকায়। ছেলেকে খুঁজে না পেয়ে সিআর পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বাবা-মা। তদন্তে নেমে মাত্র ২ ঘণ্টার মধ্যেই ওই পড়ুয়াকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় চার নাবালককে আটক করে পুলিশ। তাদের থেকে একটি পিস্তল এবং ২০টি তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপর ধৃত নাবালকদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রতিশোধ! সহপাঠীকে বন্দুক দেখিয়ে অপহরণ একাদশ শ্রেণির ছাত্রদের