Mamata Banerjee (Photo Credit: X)

কলকাতাঃ উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানলেন কেন কেন্দ্রের সর্বদল প্রতিনিধি দল থেকে তৃণমূল সাংসদের নাম প্রত্যাহার করা হয়েছে। সাফ জানালেন, 'কোনও আবেদন আসেনি আমাদের কাছে।' উত্তরবঙ্গ সফর শুরু আগে মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের কাছে তো এই ব্যাপারে কোনও আবেদনই আসেনি। যদি আবেদন আসত তবে অবশ্যই বিবেচনা করতাম।"এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা সবসময় দেশের পাশে ছিলাম এবং থাকব। আগেও জানিয়েছি, বিদেশনীতিতে কেন্দ্রের পাশে সবসময় রয়েছে দল। কেন্দ্রের দৃষ্টিভঙ্গিকে পূর্ণ সমর্থন জানাই আমরা। তবে কেন্দ্র তো দস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের দলের সদস্য বাছাই করতে পারে কিন্তু অন্য দলের সদস্য নির্বাচন করা তাদের কাজ নয় বলে মনে করি। এটা দলের সিদ্ধান্ত হওয়া উচিত। আমায় অনুরোধ করা হলে আমি বিবেচনা করে নাম পাঠাব।" আরও পড়ুনঃ 'অপারেশন সিঁদুর'এর গুরুত্ব বোঝাতে বিদেশ সফরে যাচ্ছেন না তৃণমূলের কোনও প্রতিনিধি, ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার দলের, বলছে সূত্র

ইউসুফের বিদেশ সফর বাতিল নিয়ে কী বলছেন মমতা?

ইউসুফ পাঠানের বিদেশ সফর বাতিল হওয়ার পরই নানা মহলে শোনা গিয়েছিল, কেন্দ্রের এই উদ্যোগকে বয়কট করছে তৃণমূল। এই প্রসঙ্গে মমতা বলেন, "আমরা এই উদ্যোগকে বয়কট করছি না। এটা বলা একেবারেই ঠিক নলয়। সংসদীয় দলের কাজ সংসদীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। দলের সঙ্গে আলোচনা করেই সবটা হয়। আমি লোকসভা ওঁ রাজ্যসচার চেয়ারম্যান। অথচ আমাকেই কিছু জানানো হয় না। জানালে অবশ্যই ভেবে দেখব।"উল্লেখ্য, অপারেশন সিঁদুর ওঁ সন্ত্রাসবাদ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কী? তা বোঝাতে বিশ্বদরবারে যাচ্ছে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দ। সেই দলে কেন্দ্রের তরফে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়। সোমবার শোনা যায় কেন্দ্রীয় দলের সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন না বহরমপুরের সাংসদ। এবার সেই খবরে শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।

 কেন কেন্দ্রীয় প্রতিনিধি দল থেকে বাদ পড়ল ইউসুফ পাঠানের নাম? খোলসা করলেন মমতা