Yusuf Pathan (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর(Operation Sindoor)' এবং সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতেঁ বিশ্ব দরবারে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। শনিবার শোনা গিয়েছিল কেন্দ্রের এই বিশেষ প্রতিনধি দলে থাকছেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (MP Yusuf Pathan)। তবে রাত পার হতেই মত বদল। শোনা যাচ্ছে, প্রতিনিধি দল থেকে ইউসুফের নাম প্রত্যাহার করেছে তৃণমূল কংগ্রেস। যদিও দলের তরফে এখনও কিছু জানানো হয়নি এই বিষয়ে।

কেন কেন্দ্রীয় প্রতিনিধির দল থেকে বাদ পড়লেন প্রাক্তন ক্রিকেটার

রবিবার জানা গিয়েছিল, বিদেশ সফরের জন্য তৃণমূল সাংসদ ইউসুফের পাসপোর্ট চেয়ে পাঠিয়েছিল বিদেশমন্ত্রক। রবিবার, কংগ্রেসের শশী থারুর থেকে এনসিপির সুপ্রিয়া সুলের মুখে শোনা গিয়েছিল বহরমপুরের সাংসদের নাম। জানা যায়, তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছিল। কেন্দ্র তাতে সম্মতিও জানিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, আপাতত কোনও সফরে যাচ্ছেন না পাঠান। কেন্দ্রের এই বিশেষ প্রতিনিধি দলে নাকি তৃণমূলের কোনও প্রতিনিধিই থাকছে না। কেন হঠাৎ সিদ্ধান্ত বদল? এই নিয়ে জোর জল্পনা বিভিন্ন মহলে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা শুরু থেকেই সম্পূর্ণভাবে দেশ এবং জাতীয় স্বার্থের পক্ষে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতি কেন্দ্রের কাজ। সেটা তারাই করুক।”

'অপারেশন সিঁদুর'এর গুরুত্ব বোঝাতে বিদেশ সফরে যাচ্ছেন না তৃণমূলের কোনও প্রতিনিধি, ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার দলের, বলছে সূত্র