নয়াদিল্লিঃ ভারত-পাক সংঘর্ষবিরতিতে (India Pakistan Ceasefire) মধ্যস্থতা করেছেন তিনি, বিশ্বদরবারে বারেবারে এমনটাই দাবি করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার সেই বক্তব্য নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। কানাডায় জি-৭ বৈঠক চলাকালীনই এই ব্যাপারে মুখ খুললেন মোদী। বুধবার বিদেশ সচিব বিক্রম মিস্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে ৩৫ মিনিট কথোপকথন হয়েছে। কানাডায় জি৭ সম্মেলনের ফাঁকে তাঁদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলন থেকে চলে যাওয়ায় দুই রাষ্ট্রপ্রধানের পার্শ্ববৈঠক সম্ভব হয়নি। এরপরই মোদী-ট্রাম্পের ফোনে ৩৫ মিনিট কথোপকথন হয়।
ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের ভূমিকা নিয়ে নীরবতা ভাঙলেন মোদী
বিদেশ সচিব জানান, “পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হল। অপারেশন সিঁদুর নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। ট্রাম্পকে স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভারত কখনও মধ্যস্থতাকারীর সাহায্য নেয়নি, ভবিষ্যতেও নেবে না। বিদেশ সচিব আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কোনও কথা হয়নি। সংঘর্ষবিরতি নিয়ে সরাসরি ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হয়েছে। পাকিস্তানের অনুরোধেই ভারত সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে।” শুধু তাই নয়, মোদী ট্রাম্পকে সাফ জানিয়ে দেন,এরপর থেকে কোনওরকম সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত এমনটাই জানা গিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এমনটাই সূত্রের খবর।
ভারত-পাক সংঘর্ষবিরতিতে ট্রাম্পের কোনও ভূমিকা নেই, সাফ জানালেন মোদী
‘India Never Accepted Mediation, Does Not Accept It, Will Never Accept It’: PM Narendra Modi to US President Donald Trump on India-Pakistan Issue#PMModi #DonaldTrump #US #indiapakistanconflict #OperationSindoor
— LatestLY (@latestly) June 18, 2025
Read: https://t.co/WsjFvbxKly
— LatestLY (@latestly) June 18, 2025