প্রতীকী ছবি (Photo Credits: ANI)

পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। মহালয়া (Mahalaya) দিয়ে শারদোৎসবের (Durga Puja 2025) কাউন্টডাউন শুরু। হাতে আর ৭ দিন। তারপরই বাংলার ঘরে উমার আগমন। পুজোর আগে আজই শেষ রবিবার। ছুটির দিনের শেষ পুজোর বাজার। কিন্তু মহালয়ার দিনে রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রূকুটি। , উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে মহালয়ার সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে বাংলার আকাশ। এছাড়া উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।  বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মহালয়ার দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মহালয়ায় দিনভর দুর্যোগের ভ্রূকুটি, ভিজবে কোন কোন জেলা?