কলকাতাঃ পুজো (Durga Puja 2025) কাটলেও কাটেনি দুর্যোগ। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে লাগাতার বৃষ্টি জেলায় জেলায়। যার জেরে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে তছনছ উত্তরবঙ্গ। ক্রমে জটিল হচ্ছে পাহাড়ের পরিস্থিতি। প্রাণ গিয়েছে ২০ জনের। আজ, সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। তবে উত্তরবঙ্গে কিছুটা হলেও কেটেছে দুর্যোগের মেঘ। যদিও রবিবার থেকেই কমতে শুরু করেছিল বৃষ্টি। আজ,সোমবার উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বেশকিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। গোটা উত্তরবঙ্গজুড়ে জারি হলুদ সতর্কতা।
লক্ষ্মীপুজোয় কি ভাসবে কলকাতা? যা জানাল হাওয়া অফিস
অন্যদিকে সোমবার অর্থাৎ লক্ষ্মীপুজোয় দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ। এছাড়া সর্বনিম্ন আর্দ্রতা থাকবে ৮৬ শতাংশ।
প্রকৃতির রোষানলে উত্তরবঙ্গ,লক্ষ্মীপুজোয় কি বিপদ ঘনাচ্ছে দক্ষিণের আকাশেও?
Darjeeling Floods Leave Trail of Devastation; Will Kolkata Face Similar Deluge as Heavy Rains Continue?https://t.co/oENOhi0oh9
— TIMES NOW (@TimesNow) October 6, 2025