কলকাতাঃ আজ, বিজয়া দশমী(Vijaya Dashami)। উমার কৈলাসে ফিরে যাওয়ার দিন। চোখের জলে আজ দেবী দুর্গাকে বিদায় জানাবে বাংলা। এদিকে দশমীর সকাল থেকে আকাশের মুখ ভার। মেঘলা আকাশ। নবমীর বিকেল থেকেই বদলেছে আবহাওয়া। তার নেপথ্যে নিম্নচাপ। আজ, বৃহস্পতিবার আরও শক্তিশালী হতে চলেছে এই নিম্নাচাপ। যার জেরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়াআ দফতর সূত্রে খবর, দশমীর সকাল থেকেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে এগিয়ে নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ক্রমে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এটি। এই নিম্নচাপের প্রভাবে দশমীতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওয়া ও কলকাতায় জারি কমলা সতর্কতা। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টি মাথায় উমা বিদায়? কেমন থাকবে দশমীতে বাংলার আবহাওয়া? রইল বিস্তারিত
Well marked Low Pressure area over westcentral Bay of Bengal. pic.twitter.com/V9ezhsnBin
— IMD Kolkata (@ImdKolkata) October 1, 2025