প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ অক্টোবরেও ঝড় বৃষ্টিতে (Heavy Rain) চরম ভোগান্তি বঙ্গবাসীর। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে ধুঁকছে পাহাড়(Hills)। ধস (Landslide) ও বন্যার জেরে উত্তরবঙ্গে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামী ২৪ ঘণ্টায় বাংলায় একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে। যার জেরে বুধবার পর্যন্ত বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ অক্টোবর বিদায় নিতে পারে বর্ষা। তাই ক্রমে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বঙ্গে।

বাংলার আকাশে ের দুর্যোগের ঘনঘটা?

হাওয়া অফিস জানিয়েছে, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মূলত মেঘলা থাকবে আকাশ। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে বঙ্গের বেশকিছু জেলায় তুমুল ঝড়বৃষ্টি হয়েছে বলে খবর। তবে বুধে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

বুধেও বৃষ্টিতে ভাসবে কলকাতা? বর্ষা বিদায় কবে? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর