কলকাতাঃ সোমবার রাতভর টানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত গোটা কলকাতা (Kolkata)। বৃষ্টির আঁচ পড়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও। পাঁচ ঘণ্টার টানা দুর্যোগের পর, বর্তমানে কলকাতাবাসীর কাছে আতঙ্কের অপর নাম বৃষ্টি। সোমের পর মঙ্গলে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও বুধবার অর্থাৎ দ্বিতীয়ায় বঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চিন্তায় বাঙালি। বুধবার সকাল থেকেই কলকাতার আকশে জ্বলজ্বল করছে সূর্য। যা দেখে খানিক স্বস্তিতে রাজ্যবাসী। দিনভর কি এমনই থাকবে আবহাওয়া?
বুধবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এছাড়া কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন করে একটী নিম্নচাপ সক্রিয় হতে চলেছে। যার জেরে আগামিকাল থেকে বদলে যাবে আবহাওয়া। ২৬ সেপ্টেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আর সেই নিম্নচাপের প্রভাবে পুজোর মুখে টানা ঝড়বৃষ্টির সম্মুখীন হতে পারে গোটা রাজ্য।
এখনও জলমগ্ন শহর, দ্বিতীয়াও কি ভেস্তে যাবে বৃষ্টিতে? কলকাতাবাসীর উদ্দেশে যা জানাল আবহাওয়া দফতর
Special Bulletin : 2.
Low Pressure area over coastal areas of Gangetic West Bengal and adjoining north Odisha & northwest Bay of Bengal. pic.twitter.com/yD8QFLm19h
— IMD Kolkata (@ImdKolkata) September 23, 2025