Cloudy (Photo Credits: Wikipedia)

কলকাতাঃ টানা বৃষ্টির (Rain) দাপট কমলেও দুর্যোগ থেকে এখনই অব্যাহতি নয় মেঘ (Cloud)দেখা মেললেও ফের 'খেলা' দেখাবে বৃষ্টি এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় বর্ষা যার জেরে যখনতখন বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশকিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত এছাড়া সোমবার নদিয়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে

রবিবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

রবিবার, কলকাতার সর্বাধিক তাপমাত্রা ২৭. ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও বেশকিছু দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলগুলিতে

মেঘ কেটে রোদ উঠলেও বেলা বাড়লেই 'খেলা' দেখাবে বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন