কলকাতাঃ বর্ষা (Monsoon)বিদায় নিয়েছে বহুদিন। কিন্তু তাও মেঘলা আকাশ যেন বাংলার (West Bengal) পিছু ছাড়ছে না। তবে রবিবার থেকে পুরোদমে পড়তে শুরু করবে শীতের আমেজ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই কমবে তাপমাত্রা। শুধু তাই নয়, আগামী বুধবার থেকে উপকূলবর্তী জেলায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রার পারদ।

গতকাল, অর্থাৎ রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। তবে সোম সকাল থেকে জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে উত্তুরে হাওয়ার হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। আজ, সোমবার দক্ষিণবঙ্গে সেভাবে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে বেলা বাড়লে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। মঙ্গলবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে সপ্তাহের মাঝে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা র‍য়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণাতে।

সোম থেকেই পড়ল শীত? যা জানাল হাওয়া অফিস