কলকাতাঃ চলতি বছরে বর্ষার (Monsoon) শুরু থেকেই খেলা দেখাচ্ছে বৃষ্টি(Rain)। প্রায় রোজই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। সপ্তাহের শেষেও সেই ধারা অব্যাহত। ফের বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার বা মঙ্গলবারে দুর্যোগ একটু কমলেও বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ ২৮ পরগণা, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা। যার জেরে আগামী কয়েকদিন পাহাড়ি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বঙ্গে অব্যাহত দুর্যোগ, রবিতে কোথায় কোথায় বৃষ্টি?
রবিবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-এ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল অর্থাৎ ২১ জুলাই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিতেও অব্যাহত দুর্যোগ, বৃষ্টি হলেও গরম কি কমবে? কী জানাল আবহাওয়া দফতর?
The monsoon trough at mean sea level now passes through center of Depression over northwest & adjoining areas of northeast Rajasthan, Fatehgarh, Muzaffarpur, Bankura, Contai and thence east southeastwards to northeast Bay of Bengal. #WeatherUpdate #LowPressureArea #Depression… pic.twitter.com/kK8MlhnZD6
— India Meteorological Department (@Indiametdept) July 19, 2025