কলকাতাঃ অবশেষে বাংলাজুড়ে (West Bengal) শুরু বর্ষা (Monsoon) বিদায়ের পালা। রাজ্যের অধিকাংশ অংশে বেশ অনুকূল পরিবেশ। শীতের দেখা হবে? তা জানার জন্য মুখিয়ে বাঙালি। এই বিষয়ে কী জানাল আলিপুর আবহাওয়া দফতর? আজ, ১৩ অক্টোবর থেকে এই রাজ্যে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে। নতুন করে এ রাজ্যে আর জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকাবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
অন্যদিকে বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের আর কোনও জেলায় দুর্যোগের সম্ভাবনা নেই।
শীত কবে থেকে পড়বে?
আবহাওয়াবিদরা জানিয়েছেন, অক্টোবরের শেষ থেকেই শুরু হবে শীতের শিরশিরানি। নভেম্বর থেকেই বাংলায় শীত অনুভূত হবে। এবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বর্ষা বিদায়ে বঙ্গে শীতের শিরশিরানি, কালিপুজোতেই কি বের করতে হবে সোয়েটার-টুপি?
তারিখ: ১২ অক্টোবর, ২০২৫
📍আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র, কলকাতা pic.twitter.com/jGSCwDxiNY
— IMD Kolkata (@ImdKolkata) October 12, 2025