Rain, Thunderstorms (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ চৈত্রের শেষ লগ্নে কি তাপপ্রবাহ (Heatwave)থেকে মুক্তি নাকি আরও বাড়বে গরম? এই একই প্রশ্ন কমবেশি ঘোরাফেরা করছে বঙ্গবাসীর মনে। চৈত্র যত শেষের পথে এগোচ্ছে, ততই বাড়ছে রোদের দাপট। বেলা বাড়লে সূর্যের (Sun)দিকে তাকালে বাইরে যাওয়ার ইচ্ছে প্রায় চলে যাচ্ছে। বিকেলের দিকে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও ভ্যাপসা গরম থেকে মিলছে না মুক্তি। এককথায় তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আজ, বৃহস্পতিবারও অব্যাহত গরমের দাপট। সকাল থেকেই চোখ রাঙাচ্ছে সূর্যিমামা। তবে আজ প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে উত্তরের জেলাগুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

গরম সাময়িক থেকে স্বস্তি পেতে চলেছে কোন কোন জেলা?

বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। তবে বিগত কিছুদিন ধরে প্রায় রোজ বর্ষণের ইঙ্গিত মিললেও, বৃষ্টির দেখা মেলেনি। বৃহস্পতিতেও কি নিরাশ করবে বৃষ্টি? সেই চিন্তাই বঙ্গবাসীর কপালে। প্রসঙ্গত, গতকাল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। বৃহস্পতিতেও এর আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।

অসহ্য গরম থেকে মুক্তি কবে? জানাল হাওয়া অফিস