কলকাতাঃ আন্তর্জাতিক বাজারে (International Market) শুল্ক (Tariff) নিয়ে অনিশ্চয়তার মাঝেই কমল সোনার দাম(Gold Price)। বিগত কয়েকদিন ধরে সোনার দামে ছ্যাঁকার পর অবশেষে স্বস্তি। জন্মাষ্টমীর পরদিনই কমল সোনার দাম। জেনে নিন, আজ ১৭ অগস্ট কলকাতা ও অন্যান্য মেট্রো শহরে সোনার দাম কত।
শহরে কমল সোনার দাম, জেনে নিন কত কমল দাম
আজ, ১৭ অগস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৭৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৭৫০ টাকা। এছাড়া ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০১,১৮০ টাকা। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২,৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০১,৩৩০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২,৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০১,১৮০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯২৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০১,৩৩০ টাকা।
সুখবর নিয়ে এল গোপাল, জন্মাষ্টমীর পরই একলাফে কমল সোনার দাম
The price of gold continued its decline today, falling by Rs 700 per tola. On Friday, gold had already dropped by Rs 600 per tola.https://t.co/nitR3OYF9m#Khabarhub #Gold #silver #Nepal
— Khabarhub English (@Khabarhub_Eng) August 17, 2025