কলকাতাঃ বাতাসে শীতের (Winter) আমেজ। আর সামনেই বিয়ের (Wedding) মরশুম। আর বিয়ের মরশুমের আগে সোনার দামে বিরাট পতন। সপ্তাহের প্রথম দিনে বেশ খানিকটা কমল সোনার দাম। জেনে নিন সোমবার কত হল সোনার দাম।
আজ, ১০ নভেম্ভর কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ১৮৪ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৮৪০ টাকা। এছাড়া ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২ হাজার ২০১ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ১০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৫১ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯১ হাজার ৫১০ টাকা।
সোনার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ২৪০ টাকা। আর ১ কেজি রূপোর দাম ১ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা। একদিনে রূপোর দাম কমেছে ১০০ টাকা।
সপ্তাহের শুরুতে ফের দাম কমল সোনার দাম, জেনে নিন কত হল গয়নার দর
Gold Price Today: सोने में आया जोरदार उछाल, चांदी की रफ्तार भी हुई तेज, आपके शहर में क्या है कीमत?#Gold #Silverhttps://t.co/fYYZJDglof
— Jagran Business (@JagranBizNews) November 10, 2025