কলকাতাঃ ধনতেরাসে আকাশ ছুঁয়েছিল সোনার দাম। তবে দীপাবলিতে সুখবর। সোনার দামে খানিক স্বস্তি। কালীপুজোয় বেশ অনেকটাই কমল সোনার দর। তাই আর দেরী না করে এই শুভ দিনেই কিনে ফেলুন সাধের গয়না। আর তার জন্য চোখ বুলিয়ে নিন দামে।
আজ, ২০ অক্টোবর সোমবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ৯৯৪ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১৯ হাজার ৯৪০ টাকা।অন্যদিকে আজ, সোমবার কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৩ হাজার ৮৫ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৮৫০ টাকা।
এছাড়া শহরে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৮১৩ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার ১৩০ টাকা।সোনার সঙ্গে সঙ্গে দাম কমেছে রূপোরও। ১০০ গ্রাম রূপোর দাম কমে হয়েছে ১৭ হাজার ১৯০ টাকা। ১ কেজি রূপোর দাম হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৯০০ টাকা।
কালীপুজোয় কমল সোনার দাম, না জানলে বড় মিস
Gold fell today as it remained below the Simple Moving Average (SMA9) in the four-hour timeframe#Gold #XAUUSD #Saving #Gold_price #technical_analysis pic.twitter.com/ZpUiwmMDSh
— BTC.GCC.News (@BTC_in_uae) October 20, 2025