IMD Weather Alert (Photo Credit: X@airnewsalerts)

নয়াদিল্লিঃ তীব্র গরমে (Heat) নাজেহাল বঙ্গবাসী। চৈত্রেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় (District)জেলায়। ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই। কবে মিলব স্বস্তি? সপ্তাহের শুরুতে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির ফলে কমবে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায়। আগামী দু'দিনে প্রায় কয়েক ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।

সপ্তাহভর বিক্ষিপ্ত বৃষ্টি,  ভিজবে কোন কোন জেলা?

একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গতকাল, সোমিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশী। মঙ্গলেও ২৭ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।৷ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ থাকবে মেঘলা ৷ আগামীকাল, বুধবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

 ভ্যাপসা গরম থেকে রেহাই কবে? স্বস্তির খবর শোনাল হাওয়া