এখনও কাঁদছে অসম(Assam)। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যকে একপ্রকার 'অভিভাবকহীন' করে দিয়ে চলে গিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ(Zubeen Garg)। শুধু অসম নয় গোটা ভারতের জন্য তাঁর মৃত্যু দুঃখের। তবে কথায় বলে 'শিল্পীর মৃত্যু হয় না, তাঁরা বেঁচে থাকেন শিল্পের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে।' সত্যিই তাই। তিনি চলে গেলেও অসম তাঁকে বাঁচিয়ে রেখেছে 'মায়াবিনী বুকুত (Mayabini Ratri Bukut)'-এর মাধ্যমে। জুবিনের এই গান আজও বেজে চলেছে অসমের অলিগলিতে। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ভাইরাল হয়েছে জুবিনের এই গান। সেই সঙ্গেই ভাইরাল হয়েছে এই গান নিয়ে জুবিনের বলা কয়েক লাইন। ২০১৯ সালে একটি কনসার্টে দাঁড়িয়ে জুবিন বলেছিলেন, "এই গানটা আমার অন্যতম প্রিয়। আমি যখন মারা যাব এই গানটাই বাজবে।" প্রিয় জুবিন দার এই ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছে অসমবাসী। গুয়াহাটির কাহিলিপাড়ার বাড়িতে যখন শেষবারের মতো এসে পৌঁছন জুবিন, তখন চোখের জলে সমবেত কণ্ঠে এই গানই গেয়ে চলেন ভক্তরা। শুধু তাই নয়, অসমজুড়ে এই গান বাজানো হয়। এমনকী দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ গোটা দেশের ভক্তরা এই গানের সুরে চোখের জল ফেলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সে সব ভিডিয়ো।
'মায়াবিনী রাত্রি বুকুত' গানের বাংলা অর্থঃ
মায়াবিনী আমার চোখে
চেয়ে দেখো, দেখো না চেয়ে,
ভাঙা মনে আমারও আছে কত আশা।
ভেবো না আর বাঁধন তোমার,
খুলে দিলাম আকাশ নীলে,
ডানা মেলে দিও তোমার,
ডাকে তোমায় নতুন জীবন।
স্মৃতিগুলি কখনও
যদি মনে পড়ে যায়,
পারবে কি ভুলতে
তুমি তখনও আমায়?
ভোলা কি যায় গো
সেই প্রথম প্রেমের রঙিন ছোঁয়া।
রাতে চাঁদেরই জ্যোৎস্না হয়ে
আলো দিয়ে যাব তোমার ঘরে,
হাসনুহানা ফুলের সুবাস
হয়ে ছড়িয়ে যাব অন্তরে।
স্মৃতিগুলি কখনও
যদি মনে পড়ে যায়,
পারবে কি ভুলতে
তুমি তখনও আমায়?
ভোলা কি যায় গো
সেই প্রথম প্রেমের রঙিন ছোঁয়া।
মায়াবিনী আমার চোখে
চেয়ে দেখো, দেখো না চেয়ে,
ভাঙা মনে আমারও আছে কত আশা।
ভেবো না আর বাঁধন তোমার,
খুলে দিলাম আকাশ নীলে,
ডানা মেলে দিও তোমার,
ডাকে তোমায় নতুন জীবন...
জুবিনের গাওয়া 'মায়াবিনী বুকুত' গানটির অর্থ জানেন?
When a song turned into prayer 🙏🏼… a moment the world will rarely witness.
As #ZubeenGarg embarked on his final journey, thousands of voices united in ‘Mayabini Ratir Bukut’.
Assam is blessed and we are forever grateful. Rest gently, Zubeen Da 💔 pic.twitter.com/v48dxWfUNO
— Pijush Hazarika (@Pijush_hazarika) September 23, 2025