কলকাতাঃ বিগত কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী সোনার দাম। গত সপ্তাহের শনিবার সোনার দাম সাময়িক কমলেও ফের নতুন সপ্তাহে আকাশ ছুঁলো সোনার দর। জেনে নিন আপনার শহরে আজ কত বাড়ল সোনার দাম। আজ ১৫ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০৩৯৫ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে দাম পাবেন ৯৯৫৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৯৪৩ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৮৫৩৫ টাকা। এছাড়া সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। আজ, ১৫ সেপ্টেম্বর কলকাতায় ১ কেজি রুপোর দাম ১২৮৫১০ টাকা। পাশাপাশি দিল্লিতে ১ গ্রাম ২২ ক্যারেট সোনা ১০২০৬৩ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ১১১,৩১৩ টাকা। পাটনায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১১,২০৯ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০১,৯৫৯ টাকা।
সপ্তাহের শুরুতে সোনার দামে রেকর্ড, রইল লেটেস্ট রেট চার্ট
आज का सोने का भाव | Gold Price Today 15/09/2025 #GoldPriceToday #shorts #GoldRateToday #ViralVideo #GoldPrice #GoldRate #LiveUpdate #Gold #Sona #RajasthanPatrika pic.twitter.com/3obggJDNQO
— Patrika UttarPradesh (@PatrikaUP) September 15, 2025