Gold, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতাঃ সপ্তাহের শুরুতেই সুখবর।(Good News) খানিক কমল সোনার দাম(Gold Price) গত সপ্তাহজুড়ে সোনার দামের পারদ ঊর্ধ্বমুখী হলেও নতুন সপ্তাহে অপেক্ষাকৃত স্বস্তি দিল সোনার দর জেনে নিন, আজ কলকাতা-সহ অন্যান্য মেট্রো শহরে (Metro Cities) সোনার গয়নার দাম কত

কলকাতায় আজ কতি দামে বিকোচ্ছে সোনা? জানুন

আজ, ১১ অগস্ট কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩,৭৫০ টাকা এছাড়া ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম লক্ষ ২২৮০ টাকা। পাশাপাশি সোমবার দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ম ৯৩,৯০০ টাকা ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে হলে দাম পড়বে লক্ষ ২৪৩০ টাকা বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩,৭৫০ টাকা ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম লক্ষ ২২৮০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩,৭৫০ টাকা ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম লক্ষ ২২৮০ টাকা সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও আজ, ১১ অগস্ট সোমাবার কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ১,১৭,০০০ টাকা তবে গত সপ্তাহের থেকে রুপোর দাম প্রতি কেজি ৯০০ টাকা কমেছে