নয়াদিল্লিঃ এখনও পরে শয় শয় জুতো, দেখা নেই মালিকদের। তাঁদের মধ্যে কেউ হয়তো বেঁচে আছেন কেউ আর নেই। আবার কেউ হাসপাতালের বিছানায় শুয়ে। সমস্ত আনন্দ উদযাপন মুহূর্তে পরিণত হয়েছে বিষাদে। প্রিয় দলের জেতার আনন্দে সামিল হতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত বহু। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বেঙ্গালুরুর মতো তথাকথিত শান্তিপূর্ণ শহরে কীভাবে ঘটল এই ধরনের ঘটনা? নানা প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলা। প্রত্যক্ষদর্শীদের মত এবং বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ঘটনার পিছনে দায়ী বেশকিছু কারণ। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক।
কীভাবে বেঙ্গালুরু স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা ঘটল?
প্রথমত, বুধবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান বিকেলে হলেও দুপুর থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় করতে শুরু করেন ভক্তরা। ফ্রি পাসের আশায় স্টেডিয়ামের পূর্ব দিকের গেটের সামনে ভিড় বাড়তে থাকে। আর সেই সময়ই স্টেডিয়ামের বাইরের ড্রেনের উপর অস্থায়ী সিমেন্টের স্ল্যাব ভেঙে যায়। স্ল্যাব ভেঙে ড্রেনে পড়ে যান বেশ কিছুজন। সেখান থেকেই প্রথম হুড়োহুড়ির সূত্রপাত। অন্যদিকে, স্টেডিয়ামের প্রবেশ পথ যথেষ্ট সরু থাকায় ভিতরে প্রবেশ করতে তীব্র সমস্যার মুখে পড়তে হয় সমর্থকদের। প্রবেশ পথ দিয়ে ঢুকতে না পেরে গেট বেঁয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন কেউ কেউ। সেখানেও উত্তেজনার সৃষ্টি হয়। গেট থেকে পড়ে আঘাত পান বেশ কয়েকজন। ১৮ নম্বর গেটের কাছে ভিড়ের মধ্যে পদদলিত হন কিছুজন। যেখানে স্টেডিয়ামের ভিতর ৩৫ হাজার সিট রয়েছে সেখানে প্রায় ২ লক্ষের কাছাকাছি মানুষ জড়ো হন। ভিড় সামলাতে কার্যত ব্যর্থ হয় পুলিশ।
বেঙ্গালুরুর স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনার পিছনে দায়ী কী কারণ?
Free Passes, Police Force Split: 5 Factors That Led To Bengaluru Stampedehttps://t.co/emvCH34fmp pic.twitter.com/VKOvGVv11u
— NDTV (@ndtv) June 5, 2025