Heatwave (Photo Credit: ANI)

কলকাতাঃ ভ্যাপসা গরমের (Heat) জ্বালায় অতিষ্ঠ বঙ্গবাসী। তীব্র গরমের হাত থেকে নিস্তার কবে? সেই আশাতেই দিন গোনা শুরু হয়েছে। তবে এখনই গরম থেকে নিস্তার নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে বাড়বে গরম এমনটাই জানা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার (Kolkata) তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে সেই সঙ্গে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বঙ্গের আবহাওয়ায় কিছু পরিবর্তন দেখা গেলেও দেখা যেতে পারে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

রবিবার দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

পাশাপাশি উত্তরবঙ্গেও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যেই উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে। যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীতে। তবে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী ১২ ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আজ, রবিবার, দিনভর আংশিক মেঘলা থাকবে বাংলার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।

গরম থেকে এখনই নিস্তার নয়, উল্টে আরও বাড়বে তাপমাত্রা, রবিতেকেমন থাকবে বাংলার আবহাওয়া?